বাংলা ছোটপর্দার জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি গড়েছেন নজিরবিহীন এক রেকর্ড। অভিনয়ের শুরু থেকে ধারাবাহিকভাবে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে এবার সংখ্যার বিচারে এসেছে এক অসামান্য সাফল্য—হিমির অভিনীত ১০৯টি নাটকের প্রতিটিই ১ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে।
এই বিরল অর্জনের মধ্য দিয়ে হিমি হয়ে উঠেছেন দেশের নাট্যাঙ্গনের ইতিহাসে প্রথম অভিনেত্রী, যার প্রতিটি নাটক কোটির ঘরে পৌঁছেছে। এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন তার সহকর্মী ও দর্শকরা।
অভিনেতা নিলয় আলমগীর এক ফেসবুক পোস্টে হিমিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে তোমার ১০৯টি নাটকই ১ কোটি ভিউ স্পর্শ করেছে—এটা গর্বের।”
শুধু সহকর্মীই নয়, হিমির এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরাও। কেউ লিখেছেন, “আপনাদের দুজনকেই অভিনন্দন,” আবার কেউ আশা প্রকাশ করেছেন, “আপনার কাছ থেকে আরও ভালো নাটক দেখতে চাই।”
উল্লেখ্য, ২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর অভিনয়ে যাত্রা শুরু করেন হিমি। অল্প সময়েই ছোটপর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। বিশেষ করে নিলয় আলমগীরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে তার অনেক নাটক পেয়েছে বিশেষ জনপ্রিয়তা।
দর্শকদের ভালোবাসা আর নিজের পরিশ্রমের মাধ্যমে হিমি আজ যেখানে পৌঁছেছেন, তা নিঃসন্দেহে বাংলা বিনোদন জগতের জন্য একটি অনুপ্রেরণার গল্প।




