কণ্ঠশিল্পী আতিয়া আনিসা বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন। সফরকালীন তিনি ঘুরে দেখেছেন বিশ্বখ্যাত নায়াগ্রা জলপ্রপাত।
নিজের ভ্রমণ অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করে আনিসা লিখেছেন, নিউইয়র্কে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর অন্যতম মনোমুগ্ধকর প্রাকৃতিক বিস্ময়। এটি যুক্তরাষ্ট্র ও কানাডার সীমানায় অবস্থিত এবং তিনটি জলপ্রপাত নিয়ে গঠিত—আমেরিকান ফলস, ব্রাইডাল ভেইল ফলস ও হর্সশু ফলস।
তিনি আরও উল্লেখ করেন, প্রবল জলধারা, চারপাশে ছড়িয়ে পড়া কুয়াশার আবেশ এবং রংধনুর মনোমুগ্ধকর দৃশ্য একে করে তোলে সত্যিই জাদুকরী একটি স্থান।
ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, আনিসা জলপ্রপাতের সৌন্দর্যে বিমোহিত হয়ে ভ্রমণের আনন্দ উপভোগ করছেন।





